শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাঅর্থনীতিসিংগা বিলে জলাবদ্ধতায় বোরো চাষ ব্যাহত

সিংগা বিলে জলাবদ্ধতায় বোরো চাষ ব্যাহত

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের বিলে জলাবদ্ধতার কারনে জমিতে ইরি-বোরো চাষ করতে পারছেন না সহস্রাধিক কৃষক। এতে প্রায় এক হাজার একর জমিতে ইরি-বোরো চাষ ব্যাহত হচ্ছে। এ নিয়ে সহস্রাধিক কৃষক দঃচিন্তা ও হতাশায় ভুগছেন।জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে ওই এলাকার কৃষকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কাশিয়ানী উপজেলার সিংগা গ্রাম মূলতঃ নিম্নাঞ্চল হওয়ায় বর্ষা মৌসুমে বিলের অধিকাংশ জমি জলমগ্ন থাকে।ফলে একমাত্র ফসল ইরি-বোরো মৌসুমে ধান চাষের উপরই নির্ভরশীল থাকতে হয় এ অঞ্চলের কৃষকদের।

কিন্তু, ওই বিলে কোন খাল না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব বিলের পানি ইরি-বোরো মৌসুমেও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় প্রয়োজনের থেকে বিলের জমিতে পানি বেশী থাকে। যে কারনে অন্ততঃ এক হাজার একর জমি অনাবাদি থেকে যাচ্ছে প্রতি বছর।

চলতি মৌসুমে ভাংগা দমদম, সিংগা, জগত পট্টি, যদুপুর মৌজার প্রায় এক হাজার একর  জমিতে সময় মত ধান রোপন করা যাচ্ছে না। জলাবদ্ধতার কারনে কৃষকেরা তাদের নিজ নিজ জমির কিছু অংশে ধান রোপন করতে পারছেন, আবার কিছু অংশে ধান রোপন করতে পারছেন না।

সিংগা গ্রামের কৃষক বৈদ্যনাথ বিশ্বাস, বিবেক সরকার, কালিপদ বিশ্বাস জানান, শুধু ধান রোপনের সময়েই নয়, ধান পাকার সময় বর্ষার পানি এসে পাকা ধান তলিয়ে যাওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হই। আমরা বিষয়টি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছি। আমাদের জমির পানি নামানোর ব্যবস্থা করে দিলেই আমরা খুশি। তাহলে আমরা তলিয়ে থাকা জমিতে ফসল ফলাতে পারবো।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় গোপালগঞ্জ জেলাটিই মূলতঃ নিম্নাঞ্চল। সিংগা বিলে যাতে খাল কেটে কৃষকদের সমস্যার সমাধান করা হয় সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট দফতরে কথা বলবো।

ওই এলাকার জলাবদ্ধতা যাতে না থাকে সে ব্যাপারে আমরা চেষ্টা করবো বলে জানালেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফাইজুর রহমান।

কাশিয়ানীর সিংগা বিলের পানি নিষ্কাষনের ব্যবস্থা করে কর্তৃপক্ষ কৃষকদের হাসি ফোটানোর ব্যবস্থা করবেন এমন প্রত্যাশা ভুক্ত ভোগীদের।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

সরকারী বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যাপক মহেন্দ্র নাথ বিশ্বাস পরলোকে

গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মহেন্দ্র নাথ বিশ্বাস গত বুধবার(২৭ মার্চ) বিকেলে বার্দ্ধক্যজনিত কারনে ইহধাম ত্যাগ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments